শিক্ষা মানুষের মনুষ্যত্বের বিকাশ সম্পদে পরিণত করে। সুশিক্ষা আলোকিত মানুষ সৃষ্টি করে। আলো ছাড়া জীবন অর্থহীন। তাই পরিবার সমাজ ও দেশকে আলোকিত করতে এবং একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় চাই জীবনমুখী যুগোপযোগী কর্মভিত্তিক শিক্ষা। তথ্য ও প্রযুক্তিতে মাদরাসা টি কে যুগোপযোগী করে তোলার প্রয়াস চালিয়ে যাচ্ছি। এই লক্ষ্যে শ্রেণীকক্ষে প্রজেক্টরের মাধ্যমে পাঠদান করা হয়। প্রতিটা বিষয়ের শিক্ষক কম্পিউটারে কনটেন্ট তৈরি করে পাঠদান করেন। মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষের সুতীক্ষ দৃষ্টিভংগী, সঠিক দিক নির্দেশনা, শিক্ষকমন্ডলীর যোগ্যতা দক্ষতা, মমতাময়ী পরিচর্যা ও নিরলস পরিশ্রমে এবং কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টায় মাদ্রাসাটি উত্তরবঙ্গের একটি অনন্য বিদ্যাপীঠে পরিণত হয়েছে। বর্তমান সরকারের তথ্য প্রযুক্তিগত ও যুগোপযোগী শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে এই প্রতিষ্ঠানে সকল কার্যক্রম সুষ্ঠ ও সুনিয়ন্ত্রিত ভাবে পরিচালিত হচ্ছে। এ লক্ষ্যে ছাত্রছাত্রীদের হাজিরা, শ্রেণিতে পাঠদান, কম্পিউটার পরিচালনায় দক্ষ করে গড়ে তোলা হচ্ছে। এছাড়াও এই বিদ্যাপীঠের ছাত্র-ছাত্রীরা নিয়মিত খেলাধূলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিজয় দিবস, স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে মেধা মনন দিয়ে বরাবর সাফল্য ছিনিয়ে আনছে। সম্মানিত অভিভাবকদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা মাদ্রাসার অগ্রগতিতে সহায়ক ভুমিকা রেখেছে। সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টায় মাদ্রাসার অগ্রযাত্রা অব্যাহত থাকবে এবং ধীরে ধীরে সাফল্যের শীর্ষে উন্নীত হবে মহান রাব্বুল আলামীনের দরবারে এই প্রার্থনা রাখি।