ইতিহাস

উত্তর বঙ্গের ইতিহাস এবং ঐতিহ্য সমৃদ্ধ ও সুপ্রাচীন প্রাকৃতিক বৈচিত্র্য সৌন্দযের লীলানিকেতন রংপুর। রংপুরের ইসলামী জ্ঞান অর্জনের প্রাচীন ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এই বড় রংপুর কারামতিয়া কামিল মাদরাসা। উত্তর বঙ্গের দুর্দিনে যখন অত্র অঞ্চলের জনগন ইসলামী শিক্ষার অভাবে গভির অন্ধকারে নিমজ্জিত, ঠিক সেই সময়ে ইলসামের একনিষ্ট খাদেম মরহুম আলহজ্জ আব্দুর রহমান সাহেবের ঐকান্তিক প্রচেষ্ঠায় এবং স্থানীয় জনগনের নিরলস সহযোগিতায় পীরে কামেল হযরত মাওলানা কারামত আলী এর নাম অনুসারে আল্লাহ্‌ রাব্বুল আলামীনের অফুরন্ত অনু কৃপায় এই দ্বীনই শিক্ষা প্রতিষ্ঠানের সুচনা হয় ১৯৫৯ ইং সালে। ভিত্তি প্রস্তর স্থাপন করেন মাওলানা কারামত আলী জৌন পুরী (রহঃ) এর নাতীন জামাতা আলহজ্জ রেফাকাত উল্যাহ (মাঃ জিঃ)।